ইসলাম ও নৈতিক শিক্ষা | ইমান ও আকাইদ পাট - ০৩
প্রাথমিক বিদ্যালয় - তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রথম অধ্যায় - ইমান ও আকাইদ (পার্ট-০১)
শিখনকাল
আসসালামু আলাইকুম! প্রিয় শিক্ষার্থীরা, এর আগে তোমাদের জন্য ইমান ও আকাইদ অধ্যায় থেকে কয়েকটি ছোট ও কয়েকটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তাই আজকে তোমাদের জন্য আবারও ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে প্রথম অধ্যায় অর্থাৎ ইমান ও আকাইদ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচানা করবো ইনশায়াল্লাহ।
তাই আজকের এই পোস্টটি যদি তোমরা ভালো ভাবে পড়ো, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে ও সহজেই বুঝতে পারবে।
আরো পড়ুনঃ কিভাবে লাইফ স্টাইল পরিবর্তন করা যায়?
পেইজ কন্টেন্ট সূচিপত্রঃ আজকের এই অধ্যায় পড়ে তোমরা জানতে পারবে
পাঠ - পরিচিতি
মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোন শরীক নেই। তিনি সব কিছু জানেন, দেখেন ও শোনেন। তিনি পথ ভোলা মানুষকে সঠিক পথ প্রদর্শণের জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। সর্ব প্রথম নবী হযরত আদম (আঃ)। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)।
আল্লাহ তায়ালা মানুষকে পথ দেখানোর জন্য ১০৪ খানা আসমানি কিতাব প্রেরণ করেছেন। তার মধ্যে ৪ খানা বড় কিতাব এবং ১০০ খানা ছোট কিতাব। ছোট কিতাবকে সহিফা বলা হয়। আমাদের দুনিয়ার জীবন হলো ইহকাল। আর মৃত্যুর পরের জীবন হলো পরকাল বা আখিরাত।
আমাদের ইমানের মূল কথা হলো কালিমা তায়্যিবা। এর প্রথম অংশ দ্বারা তাওহীদ ও আল্লাহ’র একাত্ববাদের ঘোষণা দেওয়া হয়। আর দ্বিতীয় অংশ দ্বারা ঘোষণা দেওয়া হয় রিসালতের।
এই অধ্যায়ের বিষয় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর
প্রিয় পাঠক ও ছাত্র-ছাত্রীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় হতে - ইমান ও আকাইদ অধ্যায় হতে পাট - ০৩ হিসেবে আজকে তোমাদের জন্য আবারও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই আজকের এই পোস্টটি তোমাদের জন্য অনেক হেলপফুল হবে।
তাই ইমান ও আকাইদ অধ্যায় হতে আল্লাহর গুণাবলী সম্পর্কিত আরো কিছু তথ্য জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়।
আল্লাহ পালনকারী - নিচের প্রশ্ন গুলোর সংক্ষেপে উত্তর দাও
আমরা কি খেয়ে বেঁচে থাকি?
আমরা কি খেয়ে বেঁচে থাকি? উত্তরঃ আমরা নানারকম ফলমূল, ফসল ও শাক-সবজি খেয়ে বেঁচে থাকি।
আমরা সর্বদা কার প্রতি কৃতজ্ঞ থাকবো?
আমরা সর্বদা কার প্রতি কৃতজ্ঞ থাকবো? উত্তরঃ আমরা সর্বদা মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞ থাকবো।
আল্লাহ রিজিকদাতা - নিচের প্রশ্ন গুলোর সংক্ষেপে উত্তর দাও
কে সকল সৃষ্টির রিজিকদাতা?
কে সকল সৃষ্টির রিজিকদাতা? উত্তরঃ মহান আল্লাহ তায়ালা সকল সৃষ্টির রিজিকদাতা।
আমরা খাবার খেয়ে কি করবো?
আমরা খাবার খেয়ে কি করবো? উত্তরঃ আমরা খাবার খেয়ে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করবো।
আমরা গরীবদের দান করবো কেন?
আমরা গরীবদের দান করবো কেন? উত্তরঃ গরীবদের দান করলে আল্লাহ তায়ালা খুশী হন। এছাড়া গরীবদের দান করলে তাদের অভাব দূর হয়। তাই আমরা গরীবদের দান করবো।
আল্লাহ দয়ালু - নিচের প্রশ্ন গুলোর সংক্ষেপে উত্তর দাও
পানির অভাবে কিরূপ পরিবেশ তৈরি হয়?
পানির অভাবে কিরুপ পরিবেশ তৈরি হয়? উত্তরঃ পানির অভাবে খাল-বিল শুকিয়ে যায়। গাছ-পালা মরে যায় এবং ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়।
কার দয়ার সাথে কোন তুলনা হয় না?
কার দয়ার সাথে কোন তুলনা হয় না? উত্তরঃ মহান আল্লাহ তায়ালার দয়ার সাথে কোন তুলনা হয় না।
শিশুর খাবারের জন্য আল্লাহ কিরুপ ব্যবস্থা করেছেন?
শিশুর খাবারের জন্য আল্লাহ কিরূপ ব্যবস্থা করেছেন? উত্তরঃ শিশুর খাবারের জন্য মহান আল্লাহ তায়ালা মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন।
শেষ কথা
শেষ কথা হিসেবে বলতে চাই, আজকে তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা - ইমান ও আকাইদ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক প্রশ্নত্তোর নিয়ে আলোচনা করেছি। আশা করি, বুঝতে পেরেছ। আজকের লিখা আর বাড়াচ্ছিনা, পর্যায়ক্রমে আমি আবারও তোমাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশায়াল্লাহ।
প্রিয় শিক্ষাথীরা, শেষ কথা হিসেবে বলতে চাই, আজকের এই পোস্টটি পড়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই পোস্টটি তোমাদের স্যোসাল মিডিয়া বা ফেসবুকে শেয়ার করে দাও। যাতে অন্যেরাও পড়ে উপকৃত হতে পারে। এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। (শওকত রাশেল)
ওয়ানলাইফ আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url