পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটির মূল বিষয় বস্তু হল - পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন। কারণ, বর্তমান সময়ে পিসি বা মোবাইলে ইন্টারনেট ছাড়া যেন আমরা চলতেই পারিনা। ইন্টারনেট ছাড়া যেন আমাদের পিসি বা মোবাইল গুলো একেবারে অচল। এজন্য আমরা অনেকেই পিসিতে মডেম বা WiFi ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি।
পিসিতে মডেম বা WiFi ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করলে ইন্টারনেট ব্যবহার শুধু পিসিতেই হবে। আপনার মোবাইলে ইন্টানেট ব্যবহার করতে পারবেন না। আপনি যদি মোবাইলে ইন্টারনেট ব্যবহার চান, তাহলে আপনাকে কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে। যেমন- আপনার মোবাইল সিমে আলাদা ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে। আর না হয়, মডেম থেকে সিম খুলে আপনার ফোনে সেট করতে হবে।
আর যদি আপনি WiFi ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকেন, তাহলে আপনাকে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটার লাগাতে হবে। আর আপনি যদি রাউটার ব্যবহার না করেন, তাহলে পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। চলুন জেনে নিই পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন।
পেইজ কন্টেন্ট সূচিপত্রঃ
Wireless Adapter Install আছে কিনা চেক করুন
পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন তার জন্য আপনাকে প্রথমেই জেনে নিতে হবে আপনার পিসিতে Wireless Adapter ইনস্টল করা আছে কিনা। এটি চেক করার জন্য আপনাকে যে কাজ গুলো করতে হবে, সেগুলো পর্যায়ক্রমে বলে দিচ্ছি, এইভাবে ফলো করলেই আপনি নিজেও করতে পারবেন পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন।
Wireless Adapter ইনস্টল করা আছে কিনা তা চেক করার জন্য প্রথমে আপনার পিসি বা ডেস্কটপের উয়িন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করুন। এরপর সার্চ অপশনে Command Prompt লিখে সার্চ করুন। এরপর যে উয়িন্ডো টি আসবে, সেখানে netsh wlan show drivers লিখে ইন্টার প্রেস করুন।
এরপর এডাপ্টার ইনফরমেশনের যে উয়িন্ডোটি আসবে, সেখানে যদি "The Wireless Autoconfig Service is not running" এই লিখাটি দেখতে পান, তাহলে জানবেন আপনার পিসিতে Wireless Adapter ইনস্টল করা নেই। চলুন জেনে নিই তাহলে পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন।
Wireless Adapter Download করবেন যেভাবে
পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন, এটা করার জন্য প্রথমে আপনাকে পিসিতে Wireless Adapter ইনস্টল করতে হবে। এর জন্য এখন আপনার পিসিতে ইন্টারনেট থাকা অবস্থায় একটি ব্রাউজার অপেন করুন। এরপর ব্রাউজারের সার্চ অপশনে Connectify লিখে সার্চ করুন। এরপর Connectify এর অফিসিয়াল লিংকে প্রবেশ করুন। এরপর Connectify Hotspot সফটওয়্যারটি আপনার পিসিতে ডাউনলোড করুন।
Connectify Hotspot ইনস্টল করবেন যেভাবে
চলুন এখন দেখি পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন। এটি করার জন্য এখন Connectify Hotspot সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করুন। Connectify Hotspot সফটওয়্যারটি কিভাবে পিসিতে ইনস্টল করবেন, ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এই ভাবে ফলো করে কাজ করলে আপনি নিজেও ইনস্টল করতে পারবেন।
এখন Connectify Hotspot সফটওয়্যারটিকে মাউসের বাম বাটন দিয়ে ডবল ক্লিক করুন। এখন যে উয়িন্ডোটি আসবে, সেখানে Run এ ক্লিক করুন।
এরপর I Agree তে ক্লিক করুন। এরপর আবার Agree, তারপর Next বাটনে ক্লিক করুন।
পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন, এটি করার জন্য Connectify Hotspot সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে Reboot now অপশনটি সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন। এখন পিসি রিস্টার্ট হবে।
Connectify Hotspot ইনস্টল করার পর যে কাজ করবেন
পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন, এটি চালু করার জন্য এখন Connectify Hotspot আইকনটির উপর ডবল ক্লিক করুন। এখন যে উয়িন্ডোটি আসবে, সেখানে Try It Out বাটনে ক্লিক করুন।
এরপর Get Started With Lite বাটনে ক্লিক করুন।
এরপর Start বাটনে ক্লিক করে এগিয়ে যান। এরপর Finish বাটনে ক্লিক করে প্রসেসিং শেষ করুন।
এখন পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন তা সম্পন্ন করার জন্য Connectify Hotspot এর সেটিংস এ গিয়ে User Name & Password দিন। এখন Connectify Hotspot এর উয়িন্ডো থেকে Start Hotspot বাটনে ক্লিক করলেই পিসি থেকে ইন্টারনেট শেয়ার হবে।
এখন আপনার মোবাইলে User Name সিলেক্ট করে Password দিয়ে Connect করুন। এখন আপনার পিসি থেকে শেয়ার করা ইন্টারনেট আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন।
পরিশেষ
পরিশেষে একটি কথাই বলতে চাই, পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন, তার বিস্তারিত ছবি দিয়ে বর্ণনা করে বোঝানোর চেষ্টা করেছি। আশাকরি, পিসি থেকে মোবাইলে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন তা এখন আপনি বুঝতে পেরেছেন।
এতক্ষণ আমাদের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন, যাতে অন্যেরাও পড়ে উপকৃত হয়। SR-101