অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম - সিস্টেম আপডেট দিলে কি হয়

বর্তমান সময়ে অ্যান্ডরয়েড ফোন একটি নিত্য প্রয়োজনীয় প্রডাক্ট। স্মার্টফোন ছাড়া যেন আমরা চলতেই পারিনা। স্মার্টফোনেরও আবার অনেক মডেল আছে। বিভিন্ন কোম্পানীর অ্যান্ডরয়েড ফোন বা মোবাইল ফোন আছে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও বাড়ছে। তাই আপনাদের জানা প্রয়োজন অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম ও সিস্টেম আপডেট দিলে কি হয়?
কিছুদিন আগেও সাধারণ মানুষ অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম জানার জন্য এতটা আগ্রহী ছিল না। সিস্টেম আপডেট দিলে কি হয়? তা নিয়েও এত মাথা ঘামাতো না। অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম গুলো সাধারণ মানুষ এতটা বুঝতো না। এজন্য কাস্টমার কেয়ার এর কাছে যেতে হতো।

মানুষের প্রয়োজন ও চাহিদার সাথে সাথে অ্যান্ডরয়েড ফোন কোম্পানী গুলো অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম গুলো এখন অনেক সহজ করে দিয়েছে। তাই এই পোস্টটি পড়লে আপনি  জানতে পারবেন অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম ও সিস্টেম আপডেট দিলে কি হয়, মোবাইল সফটওয়্যার আপডেট দিলে কি হয় ও কিভাবে সফটওয়্যার আপডেট দিতে হয় তার বিস্তারিত জানতে পারবেন।

পেইজ কন্টেন্ট সূচিপত্রঃ

অ্যান্ডরয়েড আপডেট কি / সিস্টেম আপডেট দিলে কি হয়

বর্তমান সময়ের মানুষের নিত্য প্রয়োজনীয় সব অ্যান্ডরয়েড ফোন গুলো অপারেটিং সিস্টেমের। আর এই অপারেটিং সিস্টেমের আপডেটই হল অ্যান্ডরয়েড আপডেট। যখন একটি অ্যান্ডরয়েড ফোনের ব্যবহার ৬ মাস থেকে ১ বছর পার হয়ে যায়, তখন সেই অ্যান্ডরয়েড ফোনটি অনেক স্লো হয়ে যায়, ঠিক মত কাজ করা যায় না, ফাইল ওপেন হতে অনেক সময় লাগে।

তখন ঐ অ্যান্ডরয়েড ফোনটির সিস্টেম আপডেট দিলে বা অপারেটিং সিস্টেম আপডেট করলেই এই সব সমস্যার সমাধান করা যায়। তবে অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম জানা না থাকলে আপনি তা করতে পারবেন না। তাই আপনাকে মোবাইল আপডেট দেওয়ার নিয়ম গুলো জেনে নিতে হবে।

আবার কোন সময় অ্যান্ডরয়েড কোম্পানী গুলো তাদের ফোন গুলোতে নতুন ফিচার যুক্ত করে। এই সব ফিচার পাওয়ার জন্য মোবাইল সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট দেওয়ার প্রয়োজন হয়। আশা করি, ফোন আপডেট করলে কি হয় বা সিস্টেম আপডেট দিলে কি হয়? তা বুঝতে পারছেন।

মোবাইল আপডেট দেওয়ার নিয়ম

সিস্টেম আপডেট দিলে কি হয়? তা বুঝার পর যখন আপনি আপনার প্রিয় ফোনটিকে আপডেট দেওয়ার কথা ভাবছেন, তখন আপনাকে অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম গুলো সঠিক ভাবে জানতে হবে। বর্তমান সময়ে অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম খুব বেশি কঠিন না হলেও কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে।
  • প্রথমে আপনার হাতে কমপক্ষে এক ঘন্টা সময় আছে কিনা তা জানতে হবে
  • আপনার ফোনে পর্যাপ্ত চার্জ থাকতে হবে
  • ব্যাটারী চার্জ কমপক্ষে (৭০ - ৮০)% থাকতে হবে
  • ব্যাটারী চার্জ বেশিক্ষণ না থাকলে চার্জার প্লাগিন থাকা অবস্থায় কাজ করতে হবে
  • ফোন আপডেট করার জন্য হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে
  • মোবাইল সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট এর সময় অনেক বেশি ডাটা খরচ হয়। এজন্য আপনি যদি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, তাহলে আপনার ফোনে ডাটা পর্যাপ্ত আছে কিনা তা দেখে নিবেন।
  • আপনি যদি WiFi ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সিস্টেম আপডেট দিতে পারবেন
  • আপডেট চলাকালীন  সময়ে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন না
অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম গুলো আপনাকে জেনে কাজ করতে হবে। আসুন জেনে নিই- অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম, মোবাইল আপডেট করার নিয়ম, কিভাবে সফটওয়্যার আপডেট দিতে হয়, সিস্টেম আপডেট দিলে কি হয়, কিভাবে সিস্টেম আপডেট দিতে হয়, কিভাবে মোবাইল আপডেট করবেন তার বিস্তারিত নিচে দেওয়া থাকছে।

অ্যান্ডরয়েড ফোন আপডেট চেক করার নিয়ম

অ্যান্ডরয়েড ফোন আপডেট চেক করার নিয়ম খুব সহজ। অ্যান্ডরয়েড কোম্পানী ভেদে আপডেট এর স্টেপ গুলো একটু ভিন্ন হতে পারে। তবে আপনি একটু দেখে-বুঝে কাজ করলে সহজেই করতে পারবেন। চুলন, মোবাইল সফটওয়্যার কিভাবে আপডেট চেক করবেন, তার বিস্তারিত দেখি।
  • অ্যান্ডরয়েড ফোন আপডেট চেক করার নিয়ম হিসেবে প্রথমে আপনাকে আপনার ফোনের Settings অপশনে যেতে হবে।
  • এরপর নিচের দিকে স্ক্রোল করে About Phone নামের একটি অপশন দেখতে পাবেন। এই About Phone অপশনটির উপর ট্যাপ করুন।
  • About Phone অপশনটির ভেতর আপনি System অপশন দেখতে পাবেন, এটির উপর ট্যাপ করুন।
  • এরপর System Update, Software Update বা শুধু Update অপশন দেখতে পাবেন। এর যেকোন একটি দেখতে পাবেন। এর যে অপশনটি দেখতে পাবেন, সেটির উপর ট্যাপ করুন।
  • System Update এ ট্যাপ করার পর আপনার ফোনের আপডেট আছে কিনা তা দেখতে পাবেন
  • যদি আপনার ফোনের আপডেট না থাকে, তাহলে আপনি দেখতে পাবেন Your Phone is Up to Date
  • আর যদি আপনার ফোনের আপডেট করার সুযোগ থাকে, তাহলে Download ও Install এর জন্য নির্দেশাবলী দেখতে পাবেন
  • এছাড়া কোম্পানী যদি আপনার অ্যান্ডরয়েড ভার্সনের আপডেট নিয়ে আসে, তাহলে আপনি আপনার অ্যান্ডরয়েড ফোনে আপডেট এর Notification দেখতে পাবেন।

অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম

সিস্টেম আপডেট দিলে কি হয় এটা জানার পর যখন আপনি আপনার অ্যান্ডরয়েড ফোনের আপডেট আছে কিনা চেক করে নিশ্চিত হলেন। চলুন এবার সরাসরি চলে যায় অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম গুলো দেখি।

  • অ্যান্ডরয়েড ফোন আপডেট করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের WiFi চালু আছে কিনা নিশ্চিত হবেন।
  • আপনার অ্যান্ডরয়েড ফোনটি আপডেট করার পূর্বে আপনার ফোনের ব্যাকআপ নিয়ে নেওয়াটা আপনার জন্য ভালো হবে।
  • অ্যান্ডরয়েড ফোন আপডেট করার জন্য এরপর আপনাকে আপনার ফোনের Settings অপশনে ট্যাপ করতে হবে।
  • এরপর নিচের দিকে স্ক্রোল করুন। নিচে System অপশনটি দেখতে পাবেন। এটিতে ট্যাপ করুন।
  • এরপর System Update বা Software Update অপশনটি দেখতে পাবেন। এর যে অপশনটি দেখতে পবেন, সেই অপশনটির উপর ট্যাপ করুন।
  • এরপর আপনার ডিভাইসটির System Update Available আছে কিনা তা দেখতে পাবেন। যদি Available থাকে, তাহলে Download and Install অপশনটি দেখতে পাবেন।
  • এখন যদি আপনি Not Enough Space Available এই নোটিফিকেশনটি দেখতে পান, তাহলে আপনার ফোনের অপ্রয়োজনীয় Apps গুলো Delete করতে হবে। Internal স্টোরেজ থেকে Large File গুলো যেমন- অডিও, ভিডিও ফাইল গুলো ডিলিট করতে হবে, অথবা External স্টোরেজ এ মুভ করতে হবে।
  • এরপর আপনার ফোনটি Restart দিন।
  • এরপর আপনার ফোনটি চালু হওয়ার পর অটোমেটিক্যালি আপডেট Download হবে। এরপর ‍যদি Downloading Finish হয়, তাহলে আপনার আপডেট সম্পূর্ণ হবে। আর যদি আপডেট সম্পূর্ণ না হয়, তাহলে An update being downloading but doesn't finish, your device will try again within the next few days - এই রকম একটি নোটিফিকেশন দেখতে পাবেন।
  • আপডেট না হলে আপনি পুনরায় উপরের নিয়ম গুলে Follow করে Try করতে পারেন।
  • আপডেট Download হতে অনেক সময় লাগবে, এই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে।
  • আপডেট চলাকালীন সময়ে আপনার ফোনটিকে বন্ধ করা যাবে না, বা বন্ধ যেন না হয়, সেই দিকটা খেয়াল করবেন।

পরিশেষ

পরিশেষে আর বেশি কথা বলতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই যে, আপনার ফোনে যদি অ্যান্ডরয়েড আপডেট বা সিস্টেম আপডেট এর নোটিফিকেশন দেখতে পান, তাহলে অবশ্যই আপনার ফোনটিকে আপডেট করে নিবেন।

কারণ, সিস্টেম আপডেট দিলে কি হয়? মোবাইল আপডেট দিলে কি হয়? ফোন আপডেট করলে কি হয়? মোবাইল সফটওয়্যার আপডেট দিলে কি হয়? এই সব প্রশ্নে উত্তর আপনি এখন বুঝতে পারছেন। আর আপনি এখন কিভাবে সফটওয়্যার আপডেট দিতে হয়? বা অ্যান্ডরয়েড ফোন আপডেট করার নিয়ম আপনি বুঝে গেছেন। তাই এরপর আপনার ফোনের সিস্টেম আপডেট নিয়ে আর অবহেলা করবেন না।

আশা করি, আজকের এই পোস্টটি পড়ার পর আপনার উপকারে আসবে। এই পোস্টটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন, যাতে অন্যেরা পড়েও উপকৃত হয়। আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে, নিচে কমেন্টস করে জানিয়ে দিন।  SR-101

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওয়ানলাইফ আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url