কাজী নজরুল ইসলাম এর জীবনী - কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী
কাজী নজরুল ইসলাম এর জীবনী সম্পর্কে এই আর্টিকেলটিতে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবনী সম্পর্কে জেনে রাখলে, একাডেমিক পরীক্ষা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আসুন দেখে নেয়া যাক, কাজী নজরুল ইসলাম এর জীবনী।
প্রেজ সূচিপত্র: কাজী নজরুল ইসলাম এর জীবনী
কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী: ভূমিকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ যাবৎ কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী কবিদের মধ্যে অন্যতম একজন। কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। কেননা তিনি সর্বদাই তার কবিতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিশেষ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী কবিতা রচনা করার কারণে, তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।
বক্ষমান আর্টিকেলটিতে, কাজী নজরুল ইসলামের জীবনী বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তাই আপনি যদি কাজী নজরুল ইসলাম এর জীবনী, কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী বা কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf আকারে পেতে চান তাহলে নিম্ন বর্ণিত,কাজী নজরুল ইসলাম এর জীবনী দেখতে পারেন। চাইলে আপনি নিম্ন বর্ণিত, কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf আকারে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো চলুন দেখে নেয়া যাক, কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী।
কাজী নজরুল ইসলাম এর জীবনী
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf, নিচে তুলে ধরা হবে। তাই আপনি যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের, জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিম্ন বর্ণিত, কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf দেখে নিতে পারেন। তো আসুন দেখে নেই, কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf.
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। শিশুকালেই তিনি পিতৃহারা হন। এবং অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছিল। আর সে কারণে তিনি মাত্র ১০ বছর বয়সেই তিনি লেটো গানের দলে যুক্ত হন।
কবি কাজী নজরুল ইসলামের জীবন শুভ বড়ই বিচিত্রময়। কখনো তিনি, মসজিদের ইমাম। আবার কখনো লেটো গানের সদস্য। লেটো গান ছেড়ে দিয়ে তিনি আবার ছাত্র জীবনে ফিরে আসেন। এরপর তিনি হয়ে যান একজন সৈনিক। এবং সৈনিক অবস্থায় তিনি জীবনের আড়াই বছর অতিবাহিত করেন। তার ইচ্ছা ছিল ইরাকে গিয়ে যুদ্ধ করবেন। কিন্তু ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল আর সে কারণে তার ইরাকে যাওয়া হয়নি।
তৎকালীন ব্রিটিশ সরকারের যাবতীয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কবি কাজী নজরুল ইসলাম আর সে কারণেই ১৯২২ সালে ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করে। ব্রিটিশ সরকারের যাবতীয় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত লাভ করেন।
উপরে কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো। নিচে কাজী নজরুল ইসলাম কবিতার নাম এবং কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। এর পাশাপাশি কাজী নজরুল ইসলামের ছবি এবং কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কাজী নজরুল ইসলাম কবিতার নাম
কাজী নজরুল ইসলাম কবিতার নাম সমুহ নিচে তুলে ধরা হবে। তাই আপনি যদি চান তাহলে, নিম্ন বর্ণিত কাজী নজরুল ইসলাম কবিতার নাম সমূহ আপনার সংগ্রহ রাখতে পারেন। বিভিন্ন পরীক্ষায় কবিতার নাম উল্লেখ করে দিয়ে বলা হয় যে, এই কবিতাটির লেখক কে? তাই আপনি যদি, কাজী নজরুল ইসলাম কবিতার নাম সমূহ মুখস্ত রাখেন তাহলে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। কাজী নজরুল ইসলাম কবিতার নাম সমূহ নিম্নরূপ।
- বিদ্রোহী
- বিদ্রোহীর বাণী
- বিজয়-গান
- বিজয়িনী
- বিরহ-বিধুরা
- বিশ্বাস ও আশা
- বোধন
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- অভিযান
- আঁধারে
- আগ্নেয়গিরি বাংলার যৌবন
- আয় রে আবার আমার চির-তিক্ত প্রাণ!
- আজি মনে মনে লাগে হোরী
- অকরুণ পিয়া
- অকূল তুফানে নাইয়া কর পার
- আমি হব সকাল বেলার পাখি
- আমি যার নূপুরের ছন্দ
- আত্মগত
- আত্মশক্তি
- বাদল-দিনে
- বধূ- বরণ
- ছাত্রদলের গান
- চির-বিদ্রোহী
- চির-চেনা
- চিরন্তনী প্রিয়া
- দারিদ্র্য
- ধূমকেতু
- দিদির বে-তে খোকা
- বাদল-রাতের পাখি
- বাগিচায় বুলবুলি তুই
- বিদায়-মাভৈঃ
- বিদায়-বেলায়
- বিদায়-স্মরণে
- বিধুরা পথিকপ্রিয়া
- আমার কালো মেয়ে
- আমার কৈফিয়ৎ
- আমার কোন কুলে আজ
- আমার সকল ক্ষুদ্রতা হতে
- আমি গাই তারি গান
কাজী নজরুল ইসলাম কবিতার নাম, সমূহ উপরে তুলে ধরা হয়েছে। কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী বা কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf উপরে উল্লেখ করা হয়েছে। নিচে কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া এবং কাজী নজরুল ইসলামের ছবি তুলে ধরা হবে। সেই সাথে নিচে কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া
কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া, সম্পর্কে নিচে আলোচনা করা হবে। বাংলাপিডিয়ায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। আর এ কারণেই অনেকেই, "কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া" লিখে গুগলে সার্চ করে থাকে। যদিও, বাংলাপিডিয়ায় কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে, তার চেয়ে বেশি তথ্য অনেক ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। যাইহোক চাইলে আপনিও "কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া" লিখে গুগলে সার্চ সার্চ করে দেখতে পারেন।
কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া, সম্পর্কে আশা করি বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। ইতোমধ্যেই উপরে, কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী বা কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf সম্পর্কে আলোচনা করা হয়েছে। নিচে কাজী নজরুল ইসলামের ছবি এবং কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
কাজী নজরুল ইসলামের ছবি
নিচে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি সমূহ তুলে ধরা হবে। তাই আপনি যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি সমূহ দেখতে চান, তাহলে নিম্ন বর্ণিত ছবিসমূহ দেখতে পারেন। আশা করি নিচে উল্লেখিত, কাজী নজরুল ইসলামের ছবি সমূহ আপনার ভালো লাগবে। তো আসুন দেখে নেয়া যাক, কাজী নজরুল ইসলামের ছবি সমূহ।
photo credit: knu.ac.in |
আরো পড়ুনঃ ইশরাকের নামাজ কয় রাকাত - ইশরাকের নামাজ পড়ার ফজিলত
photo credit: bssnews.net |
photo credit: pinterest.com |
photo credit: daily-sun.com |
photo credit: telegraphindia.com |
আশা করি উপরে উল্লেখিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি সমূহ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডাউনলোড করে নিজের সংগ্রহে রেখে দিতে পারেন। ইতোমধ্যেই উপরে, কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী বা কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf তুলে ধরা হয়েছে। সেই সাথে উপরে, কাজী নজরুল ইসলাম কবিতার নাম এবং কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়া সম্পর্কিত তথ্যগুলো উল্লেখ করা হয়েছে। নিচে কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে আর্টিকেলদের এই অংশে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে জানার জন্য আর্টিকেলের এই অংশটি মনোযোগের সহিত পড়ুন। কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
অল্প বয়সেই কাজী নজরুল ইসলাম, ইসলামী শিক্ষায় দীক্ষিত হ। কেননা তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। তার বয়স যখন নয় বছর তখন তার বাবা মৃত্যুবরণ করেন। তার বাবার মৃত্যুর পরে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব তার কাঁধের উপরে আসে। তিনি মুয়াজ্জিনের পাশাপাশি মক্তবের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরো পড়ুনঃ ১৪৩০ সালের দুর্গাপূজা
আর এ কারণেই কবি কাজী নজরুল ইসলাম, সে সকাল থেকেই ইসলাম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। যার প্রভাব পরবর্তীতে তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে। মোয়াজ্জিন এবং মক্তবের দায়িত্ব কিছুদিন পালন করার পরে তিনি চলে যান লেটো গানের দলে। ধারণা করা হয় তার চাচার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি লেটো গানের দলে যুক্ত হয়েছিলেন।
লেটো গানের দলে যুক্ত হয়ে তিনি দলের জন্য অনেক রকমের গান রচনা করতেন। মূলত লেটো গানের দলেই তার সাহিত্যকর্ম শুরু হয়। লেটো গানের দলে তার কদর ছিল অনেক। তবে সেখানেও তিনি বেশিদিন স্থায়ী হননি। লেটো গানের দল ছেড়ে দিয়ে তিনি পুনরায় শিক্ষা জীবনে ফিরে আসেন।
কাজী নজরুল ইসলাম এর জীবনী pdf: উপসংহার
ইতোমধ্যেই উপরে কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। সেই সাথে উপরে কাজী নজরুল ইসলাম কবিতার নাম সমূহ উল্লেখ করা হয়েছে। তাই যদি আপনি প্রথম থেকে আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এবং কাজী নজরুল ইসলাম বাংলাপিডিয়ায় সম্পর্কেও জেনেছেন। ১৬৪১৩
ওয়ানলাইফ আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url